শিরোনাম:  
                            
                            বিবস্ত্র করে নির্যাতন: ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
                              							News Editor							
								
                                
                                - আপডেট সময় : ০৬:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১০৭২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার পর, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই সদস্যরা।
শুক্রবার (০৯ অক্টোবর) সকালে তারা এখলাছপুরের জয়কৃষ্ণপুর গ্রামে যান। এ সময় তারা ভুক্তভোগী নারী, তার স্বজন ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। ঘটনার বিস্তারিত জেনে এবং তদন্ত করে রিপোর্ট দেয়া হবে বলে জানান পিবিআই দলের প্রধান সুভাস চন্দ্র পাল।
এরআগে বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে ভুক্তভোগী নারীর করা নির্যাতন ও পর্নগ্রাফি মামলার অধিক তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।
 
																			
























