DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি‍‍`র গণসমাবেশ

Doinik Astha
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি‍‍`র গণসমাবেশ শুরু হয়ে চলছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই গণসমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

নয়াপল্টনে চলা এই গণ সমাবেশ প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি সমাবেশে যুক্ত হবেন। এতে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির স্হায়ী কমিটির সদস্যগণসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।

গণ সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে।  দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারোটার পর থেকে  ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা  খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।

সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের  আব্দুস সালাম , ফরহাদ হালিম ডোনার, ফজলুর রহমান, মাহবুবউদ্দিন খোকন ,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল সাংগঠনিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক  মীর শরাফত আলী সফু স্বেচ্ছাসেবক, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, মাসুদ আহমেদ তালুকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনিক সমূহের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬