ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার নারী

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৮৮ বার পড়া হয়েছে

বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার নারী

বেনাপোল প্রতিনিধিঃ

ভালো কাজের মিথ্যা প্রলোভনে পড়ে ভারতে পাচার হয়ে যাওয়া এক বাংলাদেশি নারীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এবং বিএসএফের সদস্যরা আনুষ্ঠানিক ভাবে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে ছবেদা বেগম গত ২ সেপ্টেম্বর/২৫ খ্রি: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে নিজ দেশে ফেরার অনুমতি পান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াছ হোসেন মুন্সী জানান, দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের কাগজপত্রের বৈধতা যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাকে পোর্টথানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, দেশে ফেরা ছবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার গ্রহণ করেছেন।

জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে তিনি যদি পাঁচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই, তাহলে তাদের সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।

ট্যাগস :

বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার নারী

আপডেট সময় : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার নারী

বেনাপোল প্রতিনিধিঃ

ভালো কাজের মিথ্যা প্রলোভনে পড়ে ভারতে পাচার হয়ে যাওয়া এক বাংলাদেশি নারীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এবং বিএসএফের সদস্যরা আনুষ্ঠানিক ভাবে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে ছবেদা বেগম গত ২ সেপ্টেম্বর/২৫ খ্রি: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে নিজ দেশে ফেরার অনুমতি পান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াছ হোসেন মুন্সী জানান, দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের কাগজপত্রের বৈধতা যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাকে পোর্টথানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, দেশে ফেরা ছবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার গ্রহণ করেছেন।

জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে তিনি যদি পাঁচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই, তাহলে তাদের সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।