DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ আজ, কাল ‘ঢাকা ব্লকেড’

Astha Desk
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ আজ, কাল ‘ঢাকা ব্লকেড’

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদ ও নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতের অভিযোগে আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

বুধবার রাতে রাজধানীর বাংলামটরের মূল সড়ক ব্লকেড করে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতির বন্ধ করতে হবে। এ সময়, মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, জুলাই অভুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা তা অনেকেই মুছে ফেলতে চাইছেন, তাদের প্রতিহত করা হবে।

শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেড কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। প্রায় ঘণ্টাখানেক রাস্তা ব্লকেডের পর রাত ১১ টায় ফের স্বাভাবিক হয় যান চলাচল।

বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভের নেতৃত্বে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বে-সরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছে। বিক্ষোভ হবে বিভিন্ন বে-সরকারি বিশ্ববিদ্যালয়ে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:১৫
  • ৪:২১
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৬:২৪