DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনীর মতো আচরণ করছে-নাছির

Astha Desk
এপ্রিল ২০, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনীর মতো আচরণ করছে-নাছির

স্টাফ রিপোর্টারঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন অভিভাবকহীন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তারা সারাদেশে চাঁদাবাজি, দখলবাজি, এমনকি হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে। আমাদের এক ছাত্রদল নেতাকেও তারা নির্মমভাবে হত্যা করেছে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে এখন একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। অথচ এই ব্যানারের কেউ কোনো দায় নিচ্ছে না। সবাই অপকর্মে করে যাচ্ছে। তারা এখন শেখ মুজিবের রক্ষীবাহিনীর মতো উগ্রবাদী আচরণ করছে। এই সংগঠনটি অবিলম্বে বিলুপ্ত করা উচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রক্ষীবাহিনীর মতো আচরণ করছে।

আজ রোববার (২০ এপ্রিল) পাবনা এডওয়ার্ড কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এসব অভিযোগ করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, পিতামাতাহীন সন্তান যেমন অসহায় থাকে, ঠিক তেমনিভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন নেতৃত্বহীন ও অগঠিত। তারা সারা দেশে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।

প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা নেতৃত্ব নির্বাচন করছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় আমরা চাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হোক। পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রদলের অংশগ্রহণ প্রমাণ করে যে আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে রাজনীতি করতে চাই।

কাউন্সিলে ২ হাজার ৪৮ ভোটারের মধ্যে ১ হাজার ৩শ ৬২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে রাকিবুল ইসলাম রাকিব ৮শ ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থীর মধ্য থেকে ইমরুল কায়েস কাব্য ৩শ ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।

সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি তৌহিদুল রহমান আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, মোকসেদুল মোমিন মিথুন প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১