আশুলিয়া প্রেসক্লাবের সামনে সময় সংবাদের রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের গাড়ির নিচে বোমা বিস্ফোরণ হয়েছে। এরআগে আরো দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় অল্পের জন্য রক্ষা পান সাংবাদিকরা।
মাদক বিরোধী প্রতিবেদন করায় গত ২৩ সেপ্টেম্বর জয়কে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দেয় মানিক নামে এক মাদক ব্যবসায়ী। তারাই গাড়িতে বোমাটি রেখে যায় বলে ধারণা তার। এদিকে, ঘটনার ১৮ ঘণ্টা পর মামলা নিয়েছে পুলিশ।
রোববার রাত আটটা দশ মিনিট হবে, নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্বরে হঠাৎই বিকট বিস্ফোরণ। ঘটনার পরপরই সেখানে ছুটে যান কয়েক গজ সামনে থাকা সংবাদিকরা। ঠিক তখনই প্রেসক্লাবের সামনে রাখা সময় সংবাদের রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের ব্যক্তিগত গাড়ির নিচে আবারো বিস্ফোরণ।
আরও পড়ুনঃ এলপিএলে পারবেন না খেলতে সাকিব-তামিমরা
ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন সাংবাদ কর্মীরা। ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কিত সবাই।
জয় জানান, মাদক বিরোধী প্রতিবেদন করায় গত ২৩ সেপ্টেম্বর আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এসে তাকে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দিয়ে যায় মানিক নামে এক মাদক ব্যবসায়ী। সে ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রিও করেন তিনি। যদিও এখনো মেলেনি তার কোনো প্রতিকার। এ বোমা হামলার সঙ্গে সেই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে অভিযোগ করেন সময় সংবাদের কর্মী জয়।
ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আশুলিয়া থানা পুলিশ।
পরে র্যাবের একটি টিম আলামত সংগ্রহ করে। প্রথম বিস্ফোরণটি ককটেল হলেও পরেরটি শক্তিশালী বোমা হতে পারে বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর।