বোরহানউদ্দিনে পরিচ্ছন্ন শহীদ মিনারে পরিচ্ছন্ন পুষ্পস্তবক অর্পণ
- আপডেট সময় : ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫১ বার পড়া হয়েছে
বোরহানউদ্দিনে পরিচ্ছন্ন শহীদ মিনারে পরিচ্ছন্ন পুষ্পস্তবক অর্পণ
লিখনের সুদীপ্ত , জেলা প্রতিনিধি, ভোলা। বাংলাদেশের স্বনামধন্য সংগঠন বিডি ক্লিনের ভূমিকায় পরিচ্ছন্ন হলো বোরহানউদ্দিন উপজেলার শহীদ মিনারগুলো। বোরহানউদ্দিন বিডি ক্লিন সদস্যদের জন্যই পরিচ্ছন্নভাবে উদযাপিত হয়েছে উপজেলাটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021। গভীর ভালোবাসার সহিত শহীদ মিনারে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভোলা 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলী আজম মুকুল বলেন ” পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন বিডি ক্লিন। আজ আমরা তাদের জন্যই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পেরেছি”।
শহীদ মিনার গুলো পরিচ্ছন্ন করতে গিয়ে কিছু সংখ্যক সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। আরো জানা যায় শহীদ মিনার গুলোর আশপাশ থেকে বিপুল পরিমাণ ময়লা আবর্জনা জব্দ করা হয়েছিল সেগুলো সদস্যরা পুড়িয়ে ফেলেন । সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সাহিত্যকে , বাংলা নিদর্শনকে টিকিয়ে রাখতে অনবরত কাজ করে যাচ্ছে বিডি ক্লিন।
















