DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক থেকে উঠল টাকা তোলার সীমা

Doinik Astha
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ব্যাংক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা উঠিয়ে নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক শনিবার জানান, রবিবার থেকে গ্রাহকরা যেকোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন। নগদ অর্থ উত্তোলনের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এই নিষেধাজ্ঞা এক মাস আগে আরোপ করেছিল। জুলাইয়ে গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পদত্যাগের পর আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছিল না। এরপর কেন্দ্রীয় ব্যাংক ৭ আগস্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, গ্রাহকদের দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ সীমিত রাখতে। এরপর থেকে ধীরে ধীরে উত্তোলনের পরিমাণ বাড়ানো হয়।

গত সপ্তাহে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে প্রতিদিনে সর্বোচ্চ ৫ লাখ টাকা তুলতে পারতেন, যা আগের সপ্তাহে ছিল ৪ লাখ টাকা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬