ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার পাঁচ আসামির বিরুদ্ধে পুনঃঅভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে ফের বিচার শুরু হলো। আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত এই অভিযোগ গঠন করেন। এর আগে মামলার আসামি জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিদের বিরুদ্ধে পুনঃঅভিযোগ গঠন শুনানি শুরু হয়। পরে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এছাড়া অন্য দুই আসামি জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ওরফে তাহের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আব্দুল্লাহ পালাতক রয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে পুনঃঅভিযোগ গঠনের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেন। এদিন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করে। গত ৪ অক্টোবর আদালত আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য ২৭ অক্টোবর ধার্য করেন।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১৬ সালের ২০ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
ঘুষ ও অর্থপাচার মামলায় সাবেক ডিআইজি প্রিজনস পার্থর বিচার শুরু
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়। ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখির কারণে ওয়াশিকুরকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। পরে ওই হত্যা মামলায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ওই রাতেই তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের গ্রেপ্তার দেখানো হয়।