ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার, ন্যাশনাল হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের তীব্র নিন্দা Logo চাকসুতে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের Logo এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সংখ্যায় বিপর্যয় — মাত্র ৩৪৫ প্রতিষ্ঠান Logo কিশোরগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও লুটপাট Logo নিজের যোগ্যতায় আসতে হবে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর Logo শাহবাগ মোড়ে যান চলাচল শুরু যেহেতু শিক্ষকগণ কেন্দ্রিয় শহীদাঙ্গনে জড়ো। Logo ঈশ্বরগঞ্জে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও প্রদর্শনী Logo জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশ প্রত্যাহারের নির্দেশ Logo কারো কোনো ব্যথা নেই, শিক্ষকদের দাবি না মানায় চলছে টানা কর্মবিরতি Logo দশমিনা উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবালের চতুর্থ জানাযা সম্পন্ন

ব্লগার ওয়াশিকুর হত্যা:পাঁচ আসামির বিরুদ্ধে পুনঃঅভিযোগ গঠন

News Editor
  • আপডেট সময় : ০২:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১০৭১ বার পড়া হয়েছে

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার পাঁচ আসামির বিরুদ্ধে পুনঃঅভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে ফের বিচার শুরু হলো। আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত এই অভিযোগ গঠন করেন।  এর আগে মামলার আসামি জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিদের বিরুদ্ধে পুনঃঅভিযোগ গঠন শুনানি শুরু হয়। পরে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এছাড়া অন্য দুই আসামি জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ওরফে তাহের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আব্দুল্লাহ পালাতক রয়েছে। 

এর আগে গত ২৭ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে পুনঃঅভিযোগ গঠনের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেন। এদিন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করে।  গত ৪ অক্টোবর আদালত আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য ২৭ অক্টোবর ধার্য করেন। 

২০১৫ সালের ১ সেপ্টেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১৬ সালের ২০ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। 

ঘুষ ও অর্থপাচার মামলায় সাবেক ডিআইজি প্রিজনস পার্থর বিচার শুরু

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়। ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখির কারণে ওয়াশিকুরকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। পরে ওই হত্যা মামলায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ওই রাতেই তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের গ্রেপ্তার দেখানো হয়।

ব্লগার ওয়াশিকুর হত্যা:পাঁচ আসামির বিরুদ্ধে পুনঃঅভিযোগ গঠন

আপডেট সময় : ০২:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার পাঁচ আসামির বিরুদ্ধে পুনঃঅভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে ফের বিচার শুরু হলো। আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত এই অভিযোগ গঠন করেন।  এর আগে মামলার আসামি জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিদের বিরুদ্ধে পুনঃঅভিযোগ গঠন শুনানি শুরু হয়। পরে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এছাড়া অন্য দুই আসামি জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ওরফে তাহের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আব্দুল্লাহ পালাতক রয়েছে। 

এর আগে গত ২৭ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে পুনঃঅভিযোগ গঠনের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেন। এদিন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করে।  গত ৪ অক্টোবর আদালত আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য ২৭ অক্টোবর ধার্য করেন। 

২০১৫ সালের ১ সেপ্টেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১৬ সালের ২০ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। 

ঘুষ ও অর্থপাচার মামলায় সাবেক ডিআইজি প্রিজনস পার্থর বিচার শুরু

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়। ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখির কারণে ওয়াশিকুরকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। পরে ওই হত্যা মামলায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ওই রাতেই তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের গ্রেপ্তার দেখানো হয়।