ভাঙ্গায় ইসলামী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১০২৭ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ইসলামী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পর্যায়ে হামদ নাত, কেরাত ও আযান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙ্গা মডেল মসজিদ মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ চন্দ্র বিশ্বাস, ভাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন প্রমূখ।
ভাঙ্গা উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।