ভাঙ্গায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা গ্রন্থমেলার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মামুনুর রশীদ/ভাঙ্গা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন শেষে আজ বিকেলে উপজেলা প্রশাসন ভাঙ্গা কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা গ্রন্থমেলা ২০২৩’ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত ‘বঙ্গবন্ধুর বায়োস্কোপ’ ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি আজিম উদ্দিন কর্তৃক লিখিত ‘উদ্ভট কান্ডকারখানা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।
জেলা প্রশাসক তার বক্তব্যে মানুষের প্রকৃত মানসিক বিকাশে বই পড়ার উপর বিশেষ গুরুত্ব আলোকপাত করেন। অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন আপনার সন্তানকে বই মেলায় নিয়ে আসবেন এবং তাদের হাতে একটি করে বই উপহার হিসেবে তুলে দিন।বই সব সময় জ্ঞানের আলো বিকশিত করে। একটি বইর চেয়ে ভাল বন্ধু আর কিছু নেই
এসময় আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, সরকার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন প্রমুখ।
পরে ভাঙ্গা উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ এর হাতে একগুচ্ছ বই উপহার হিসেবে তুলে দেন উপজেলা পরিষদের এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদদীন ও ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।