DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৩শে মে ২০২৫
ঢাকাশুক্রবার ২৩শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতফেরত তরুণীকে কো’য়ারেন্টিনে ‘ধর্ষণ’, এএসআই গ্রে’প্তার

DoinikAstha
মে ১৭, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ খুলনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ মে) ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, অভিযুক্ত এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত মোখলেছুর রহমান গত ১ মে থেকে খুলনা নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন। গত ১৪ মে সেন্টারের মধ্যেই ওই তরুণীকে মোখলেছুর ধর্ষণ করেন বলে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে।

জানা যায়, গত ৪ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসেন ওই তরুণী। এরপর তাকে ওই প্রাতিষ্ঠানিক সেন্টারটিতে কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মোখলেছুর তাকে ধর্ষণ করে।

এই ঘটনার তদন্ত করার জন্য ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩