ভারতের দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় ৭০ হাজারে নেমে যাওয়ায় অনেকটা আশা জাগালেও গত দু’দিন তা আবার ৮৬ হাজার ছাড়িয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমেছে এবং পরীক্ষাও হয়েছে অনেক বেশি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৮২১ জন। যা গতকালের থেকে ছয় হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮১ জনের। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ হাজার ৬৭৮ জন।
আরও পড়ুনঃ করোনায় ১০ লাখ মৃত্যুর অর্ধেকই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৩৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯ লাখ ৪০ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ২৩ হাজার ৫২ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের হার ৬.১ শতাংশ। যা গতকালের চেয়ে কিছুটা কম।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ১৮ হাজার।