DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভারতে করোনায় মৃত্যু আরও ৪৪৫৪

DoinikAstha
মে ২৪, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতে করোনায় মৃত্যু আরও ৪৪৫৪

আন্তর্জাতিক ডেস্কঃকরোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছে ভারত। ভাইরাসে বিপর্যস্ত এই দেশটিতে চলছে মৃত্যুর মিছিল।

রোববার দেশটিতে মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা কমে এলেও সোমবার তা আবারও এক লাফে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চার হাজারের কাছাকাছি। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়েছে সাত শতাধিক। তবে আগের দিনের তুলনায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

সোমবার (২৪ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। যা রোববারের তুলনায় প্রায় ১৮ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৪৫৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে। এর আগে রোববার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৪১ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ সোমবার এক লাফে প্রাণহানি বেড়েছে সাত শতাধিক।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দু’সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা ২৭ লাখে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৮৫ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৭ লাখ ২০ হাজার ৭১৬ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০