ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ
ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় ১৪ দিনের জন্য দেশটির স্থল পথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এর আগে থেকেই প্রতিবেশী দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ নির্দেশনা সোমবার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সোমবার থেকে সীমান্ত দিয়ে যাওয়া আসা বন্ধ থাকবে। এমনকি চলবে না সীমান্ত হাট।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামীকাল থেকে ১৪ দিনের জন্য স্থলবন্দর বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন চলবে।
সীমান্ত বন্ধের বিষয়ে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।
আস্থা/এস.এস
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।