ভারতের হামলার জবাবে দুই বিমান ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের ৯ জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার দিবাগত রাতে হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী ভারতের দুই বিমান ভূপাতিত করেছে। সূত্র-পাকিস্থানী গনমাধ্যম দ্য ডন।

আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় হামলার জবাবে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বুধবার (৭ মে) রাতে সরকারি টেলিভিশন চ্যানেল পিটিভিকে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “ভারতের আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে পাকিস্তানের সেনারা। প্রাথমিক তথ্য অনুযায়ী পাকিস্তান বিমানবাহিনী শত্রুদের দুটি বিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সব বিমান নিরাপদ আছে।”
দেশটির ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, বুধবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এ হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে। যারমধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে। তিনি জিও টিভিকে বলেছেন, “আকাশ ও স্থলে পাকিস্তানের জবাব চলছে।
তবে নিরপেক্ষ কোন সূত্র বা ভারতের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা যায়নি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।