DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Ellias Hossain
মার্চ ২০, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

 

ভালুকায় স্থানীয় বন বিভাগ কর্তৃক হাইকোর্টের আদেশ অমান্য করে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ২০ মার্চ) দুপুরে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান লায়ন আব্দুর রশিদ তার নিজ কার্যালয়ে ওই সংবাদ করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় বন বিভাগ হাই কোর্টের আদেশ অমান্য করে আমাকে হয়রানী করছে। বনের গাছ কাটার অভিযোগে বিনা তদন্তে বন বিভাগ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ ষড়যন্ত্রমুলক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।

 

তিনি আরও বলেন, আমি কোনদিন মানুষের, সমাজের, রাষ্ট্রের কল্যানকর কাজ ছাড়া অন্য কোন কাজের সাথে জড়িত ছিলাম না, এখনও নেই। আমার প্রতিষ্ঠিত আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনে এক হাজার লোক কাজ করছেন। আমি বিভিন্ন সরকারী বেসরকারী কার্যক্রম, শিক্ষা সহায়তা, স্বাস্থ্য, কৃষি, গৃহ নির্মান, সেনিটেশন ব্যবস্থপনা কাজ করছি ১৯৯৩ সাল থেকে। আমাদের কার্যক্রমের মডেল বিদেশেও পরিচালিত হচ্ছে।’ এসময় তিনি গনমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬