ভাষানচরে নিয়ে যাওয়া হবে রোহিঙ্গাদের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১০৭০ বার পড়া হয়েছে
এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষানচরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান শুধু প্রত্যাবাসনের মধ্যে দিয়েই সম্ভব।
গাজীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব
পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা মনে করি, রোহিঙ্গা সমস্যার সমাধান প্রত্যাবাসনের মধ্য দিয়ে সম্ভব। বাংলাদেশ সার্বভৌমত্ব এবং নিরাপত্তা প্রশ্নে যেকোন সিদ্ধান্ত নেয়া হবে। তারই ধারাবাহিকতায় অনুযায়ী ইতিমধ্য কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বাউন্ডারি ওয়াল করা হচ্ছে। ভাষানচরে একলাখ রোহিঙ্গা নিয়ে যাওয়া হবে। আমাদের এই সিদ্ধান্তের বিষয়টি আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি।
 
																			



















