ভিনদেশি আগ্রাসন ও আধিপত্য মেনে নেওয়া হবে না-রেজা কিবরিয়া
আস্থা ডেস্কঃ
রাশিয়া, চীন ও ভারত এ সরকারের অবৈধ কার্যক্রমকে প্রকাশ্যে-গোপনে সমর্থন দিচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে এসব ভিনদেশি আধিপত্য-আগ্রাসন এ দেশের মানুষ মেনে নেবে না। শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে।তাদের চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। কোথাও পালানোর পথ নেই, কারণ গণতান্ত্রিক বিশ্বের তাদের কোনো বন্ধু নেই। সব দরজা বন্ধ।
আজ শুক্রবার (২৫ আগষ্ট) বিকেল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে গণঅধিকার পরিষদ এর একাংশের সভাপতি ডক্টর রেজা কিবরিয়া এসব কথা বলেন।
বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম-আহ্বায়ক কর্নেল মিয়া মসিউজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক আরিফ বিল্লা, সাদ্দাম হোসেন প্রমুখ।
পরে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকার পতনের এক দফা দাবিতে কালা পতাকা মিছিলের পূর্বে তিনি আরও বলেন, আমরা ওই সব ফ্যাসিস্ট রাষ্ট্রগুলোকে বলতে চাই, আমরা বেঁচে থাকতে এ দেশে ভিনদেশি আধিপত্য-আগ্রাসন মেনে নেব না। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ভোটাধিকার, মানবাধিকার ও সুশাসনের জন্য প্রাণপণ লড়াই-সংগ্রাম করব।