DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভুরুঙ্গামারীতে জমাজমির বিরোধে বসত ভিটায় আগুন দিলো প্রতিপক্ষ

DoinikAstha
মার্চ ৬, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জমি-জমা সংক্রন্ত বিরোধের জেরে বসত ভিটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ মার্চ উপজেলার সীমান্ত ঘেষা শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই গ্রামে।

 

জানা গেছে, উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের প্রায় ৩ একর ৩৭ শতাংশ জমির মালিকানা নিয়ে উত্তর তিলাই গ্রামের ময়েজ উদ্দিন গং এর সাথে প্রতিপক্ষ উত্তর ছাট গোপালপুর গ্রামের শাহজামাল গং দের দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিলো।

 

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুরে জমির দখল নিতে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ময়েজ উদ্দিন ও তার ছোট ভাই আনার আলীর বসতভিটায় আগুন ধরিয়ে দেয়। এতে তাদের ৫টি ঘরসহ আসবাবপত্র, কাপড়, ধান, চাল, গম, পাট পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষের নারী পুরুষ সহ অন্তত ২৪ জন আহত হয়।

 

এ ঘটনায় আহত চাঁন মিয়া (৬০) জানান, আমাদের দলিল আছে। জমির মালিক আমরা। ওরা সন্ত্রাসী ভাড়া করে আমাদের ওপর হামলা করেছে। অপরদিকে প্রতিপক্ষের আহত আহম্মদ আলী(৩২) জানান, ঘটনার দিন আমরা ওই জমিতে পাট বুনতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান জানান, ময়েজ উদ্দিন বাদী হয়ে ৪৬ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৩।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০