শিরোনাম:
ভোলা বোরহানউদ্দিনে হাসপাতালে দিন দিন বাড়ছে ডায়রিয়া রোগী
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১০৩৭ বার পড়া হয়েছে
রিপোর্টঃ সজল চন্দ্র শীল, বিশেষ প্রতিনিধি :এখন পযন্ত বরিশাল বিভাগের ভোলায় ডায়রিয়া রোগী বেশি। তার মধ্যে বোরহানউদ্দিনেও কমতি নেই।
বোরহানউদ্দিন হাসপাতালে ডাক্তারদের জিজ্ঞেস করে পাওয়া যায় যে, প্রতিদিন গড়ে ৯০-১০০ জন করে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। এ পযন্ত চিকিৎসা প্রধান করা হয়েছে প্রায় ৭০০ রোগীরও বেশি।
[irp]
বেডে জায়গা না মিললেও চিকিৎসা হচ্ছে মেঝেতে। তা ছারাও আশঙ্কা জনক ভাবে বলা যায়, ডায়েরিয়া রোগী পরিমান দিন দিন বাড়বে।
একে করোনা তার উপর এই ডায়রিয়া এক প্রকার হিমসিম খাচ্ছে হাসপাতালে কর্মীরা। এর মধ্যে যদিও অভিযোগ আসে। স্যালাইন হাসপাতালে যথেষ্ট মজুত না থাকাতে।
ফার্মেসী গুলোতে স্যালাইনের দাম যথেষ্ট বাড়িয়ে নেওয়া হচ্ছে। পরে স্হানীয় প্রশাসন তার পদক্ষেপও নাকি নিয়েছে।
















