মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-১৫ “ফলোআপ”
সভার প্রতিনিধিঃ
আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছে।
সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকার দাবিতে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।
আজ সোমবার (৩০ অক্টোবর) আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংর্ঘষে গুলিবিদ্ধরা হলো, এনভয় গার্মেন্টসের শ্রমিক নজরুল ইসলাম, ভার্চুয়াল গার্মেন্টসের শ্রমিক সীমা আক্তার, পথচারী বিমল শীল ও মজনু মিয়া। তবে আহত বাকিদের তথ্য জানা যায়নি।
ক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, সকালে মজুরি বৃদ্ধি ও দ্রব্যমূল্য কমানোর যৌক্তিক দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয়তলা এলাকায় আসেন তাঁরা। আসার পরপরই গুলি চালাতে শুরু করে পুলিশ। এতে গুলিবিদ্ধসহ তাঁদের অনেক শ্রমিক আহত হয়েছেন। গুলিবিদ্ধ অনেককেই ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, পুলিশ আমাদের ওপর কেন গুলি চালাবে? আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমরা সরকারের কাছে এর বিচার চাই।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ইমারজেন্সি বিভাগের প্রধান ডা. জয় ভট্টাচার্য বলেন, গুলিবিদ্ধসহ আহত অবস্থায় অন্তত ১৫ জন শ্রমিককে আমরা চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে ৪ থেকে ৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি। তাদের মধ্য নজরুল ইসলাম নামে এক শ্রমিকের মাথায় গুলিবিদ্ধ ছিল। তাকেসহ কয়েকজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।