শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতির দাবিতে মতিঝিলে বিমানের কার্যালয়ের সামনে ভিড় করেন কয়েক হাজার মানুষ।
এখনও বিশেষ অনুমতিতেই দেড়শ’ টিকিটের বিপরীতে আটকে আছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট।
আরও পড়ুনঃতিস্তা প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছে চীন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
একই অবস্থা সাউদিয়া এয়ারলাইন্সেরও। টোকেন দিতেও তিন দফা তারিখ পরিবর্তন করেছে বিমান সংস্থাটি।
জটিলতা যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। দিন গড়াচ্ছে তবু মিলছে না সমাধানের পথ। সরকারের আশ্বাস আর দুতিয়ালিতেও ফল মিলছে না। প্রথম দিনের বিক্ষোভের পর প্রাথমিক সমাধানের চারটি ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতির কথা জানালেও এর পর তার অগ্রগতি থমকে আছে।
তাই দিনে দিনে বাড়ছে ক্ষোভ। দেশের প্রত্যন্ত এলাকা থেকে প্রবাসীরা জড়ো হচ্ছেন কারওয়ানবাজার আর মতিঝিলে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।