সুন্দরী চাচীকে নিয়ে উধাও ভাতিজা।
সুনামগঞ্জের মধ্যনগরে ৯ মাসের অন্ত:স্বত্বার গর্ভ নষ্ট করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভাতিজার হাত ধরে পালালেন ৯ বছরের এক সন্তানের জননী।
মধ্যনগর প্রতিনিধিঃ
সুন্দরী চাচীকে নিয়ে উধাও ভাতিজা
সুনামগঞ্জের মধ্যনগরে ৯ মাসের অন্ত:স্বত্বার গর্ভ নষ্ট করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভাতিজার হাত ধরে পালালেন ৯ বছরের এক সন্তানের জননী।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় সুন্দরী চাচীকে নিয়ে ভাতিজা উধাও হয়ে গেছে। উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাটি এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এরকম কর্মকান্ডে এলাকায় ক্ষোভ বিরাজমান। এলাকাবাসী এরকম ঘটনার পূনরাবৃত্তি যাতে না হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
এই ঘটনায় নূর মোহাম্মদ ধর্মপাশা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের চান মিয়ার ছেলে নুর মোহাম্মদের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে বসবাস করা হেলাল মিয়ার মেয়ে শিখা আক্তারের বিবাহ হয়। তাদের ৯ বছরের একটি স্কুল পড়ুয়া ছেলে সন্তান রয়েছে। জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন সময় বাড়ির বাহিরে থাকার সুবাদে পাশের বাড়ির ভাতিজা মজিবুর রহমানের ছেলে জসিম উদ্দিনের (২২) সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে চাচী শিখা আক্তার।
নুর মোহাম্মদ বলেন, আমার ৯ বছরের এক ছেলে সন্তান রেখে এবং ৯ মাসের গর্ভেন বাচ্চাকে খুন করে ২১/০৯/২৩ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় অভিযুক্ত তারা পালিয়েছে। এবং আমার গচ্ছিত টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন এমনকি আমার ও ছেলের জামাকাপড়সহ সবকিছু নিয়ে আমাকে নিঃশ্ব করে ফেলেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি বলে আমি ও আমার পরিবারসহ সাক্ষীদের গালিগালাজ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিতেছে, আমি এদের বিচার চাই।
মধ্যনগর থানার ওসি এমরান হোসেন বলেন, এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।