জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারী, শিশুসহ নয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে ভোরে ওই উপজেলার একাশিপাড়া গ্রামের মাঠ থেকে নয় জনকে আটক করা হয়।
আটকরা হলেন- যশোর জেলার আবুল শেখের ছেলে সাগর শেখ (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫) ও ছেলে হাসান শেখ (৪), একই জেলার ইলিয়াছ শেখের ছেলে মো. আসদুজ্জামান (১৬), নওগা জেলার খাজাউদ্দিন প্রামাণিকের ছেলে মো. সাহাদাত আলী (২৪) ও তার স্ত্রী ফাতেমা জাহান শিউলী (১৯), ঝিনাইদহ জেলার তালসার গ্রামের নূর বক্স মিয়ার ছেলে মনিরুজ্জামান মিয়া (৫৩), ডাকাতিয়া গ্রামের খোদা বক্সের ছেলে মো. সাজ্জাদ আলী (৩৫) ও খলিল হোসেনের ছেলে এস কে সাগর (১৯)।
সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নয় জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।