ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

 

মশিউর রহমান টিংকু/মহেশপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার মহেশপুরের লেবুতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আশিক হোসেন (২৬) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছে।

আহ সোমবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত আশিক হোসেন লেবুতলা গ্রামের রওশন হোসেনের ছেলে। তবে তিনি বর্তমানে কোথায় চিকিৎসাধীন তা জানা যায়নি।

স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, সকালে খবর আসে সীমান্তের লেবুতলা এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তখন আমি নানাভাবে খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হই যে আশিক নামের ছেলেটি সীমান্ত এলাকার লেবুতলা পশ্চিম পাড়া দিয়ে ইছামতি নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে গুলি করে। এতে আশিকের হাতে গুলি লাগে। সে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। হয়তো এ জাতীয় কোনো কারণে ভারতে যাওয়ার সময় তাকে গুলি করেছে বিএসএফ।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সকালে গ্রামবাসী জানায় ভারতের অভ্যন্তরে আশিক নামের এক ব্যক্তির বাম পায়ে ছররা গুলি লেগেছে। এরপর আমরা তদন্ত করতে গিয়েছিলাম। কিন্তু তার পরিবারের কাউকে আমরা খুঁজে পাইনি।

ট্যাগস :

মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

 

মশিউর রহমান টিংকু/মহেশপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার মহেশপুরের লেবুতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আশিক হোসেন (২৬) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছে।

আহ সোমবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত আশিক হোসেন লেবুতলা গ্রামের রওশন হোসেনের ছেলে। তবে তিনি বর্তমানে কোথায় চিকিৎসাধীন তা জানা যায়নি।

স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, সকালে খবর আসে সীমান্তের লেবুতলা এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তখন আমি নানাভাবে খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হই যে আশিক নামের ছেলেটি সীমান্ত এলাকার লেবুতলা পশ্চিম পাড়া দিয়ে ইছামতি নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে গুলি করে। এতে আশিকের হাতে গুলি লাগে। সে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। হয়তো এ জাতীয় কোনো কারণে ভারতে যাওয়ার সময় তাকে গুলি করেছে বিএসএফ।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সকালে গ্রামবাসী জানায় ভারতের অভ্যন্তরে আশিক নামের এক ব্যক্তির বাম পায়ে ছররা গুলি লেগেছে। এরপর আমরা তদন্ত করতে গিয়েছিলাম। কিন্তু তার পরিবারের কাউকে আমরা খুঁজে পাইনি।