শিরোনাম:
মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১০৫৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের বায়েজিদ থানার বাইপাস এশিয়ান রাস্তার মাথায় মাইক্রোবাসের ধাক্কায় মো. আফসার আলী (৭০) নামে একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, আফসার আলী সাইকেল চালিয়ে সীতাকুণ্ডের জংগল সলিমপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। মাইক্রোবাসটির চালককে আটক করা হয়েছে।





















