DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে মাগুরার বঙ্গবন্ধু পরিষদ

Astha Desk
নভেম্বর ৬, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে মাগুরার বঙ্গবন্ধু পরিষদ

 

মোঃ জাকির হোসেন/মাগুরা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু পরিষদ ও মাগুরা জেলার সমস্ত উপজেলার শিক্ষকবৃন্দ।

আজ সোমবার (৬ নভেম্বর) দুপুর ২ টায় গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পিতৃভূমিতে কবর জিয়ারত শেষে বঙ্গবন্ধুর কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতা-কর্মী ও জেলার বিভন্ন উপজেলার শিক্ষকবৃন্দ।

বিভিন্ন উপজেলার বঙ্গবন্ধু পরিষদের ৩০০নেতাকর্মী উপস্থিত হোন।

এসময় মাগুরা জেলা, সদর উপজেলা, পৌর শাখাসহ শ্রীপুর, মহম্মদপুর, শালিখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক জাকিরুল ইসলামের নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগিতায় এসময় বঙ্গবন্ধুর সমাধিস্থল, কবর জিয়ারত ও বঙ্গবন্ধু সৃতিবিজরিত যাদুঘর পরিদর্শন করেন নেতা-কর্মীরা। দিনব্যাপী কর্মসূচিতে বঙ্গবন্ধুর সমাধিস্থলের সামনে এক মিনিটে নিরবতা পালন ও ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ বশির আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও লালন করে আমরা বঙ্গবন্ধু পরিষদের মাগুরা জেলার ৫টি ইউনিটির ৩ শতাধিক নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পিতৃভূমিতে বঙ্গবন্ধুর সমাধিতে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছি।

জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব অধ্যাপক কর্ণেল (অব.) কাজী শরীফ উদ্দিন বলেন, বঙ্গবন্ধু পরিষদ আওয়ামী লীগের একটি বুদ্ধিজীবি সংগঠন হিসাবে কাজ করে।বঙ্গবন্ধু সর্বদা মেধা অন্বেষণে জাতির কল্যাণে শিক্ষকদের জন্য কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, এই সংগঠনে যারা আছে সবাই শিক্ষক ও সমাজ সেবকশ্রেণীর নেতৃবৃন্দ। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় এনে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা কাজ করবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০