মাঠে নামছে জাতীয় পার্টি
স্টাফ রিপোর্টারঃ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ভোটাধিকার প্রতিষ্ঠা,
সুশাসন প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি নিয়ে স্বতন্ত্রভাবে রাজপথে নামছে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর পাশাপাশি জনজীবনের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে ঢাকাসহ সারাদেশে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে দলটি।
শনিবার (৫ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত দলটির যৌথ সভায় এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলামসহ দলটির অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।