মানিকগঞ্জে অবৈধ চারটি ইট ভাটাকে ভাম্যমান আদালতের জরিমানা
- আপডেট সময় : ০২:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১০৬৫ বার পড়া হয়েছে
মুহাম্মদ রেজাউল করিম, দৌলতপুর প্রতিনিধিঃ
সোমবার ১৫ই মার্চ দুপুরে মানিকগঞ্জ সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার জেলার সদর ও সিংগাইর উপজেলায় অভিযান পরিচালনা করেন।
অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চারটি ইট ভাটাকে ১২ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটাকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। জানা যায়, মানিকগঞ্জের সদর ও সিংগাইর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিংগাইরের মেসার্স এসএবি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স এসআইসি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, সদর উপজেলার মেসার্স আব্দুল আল সোবহান ব্রিকসকে ৩ লক্ষ টাকা ও মেসার্স এমিকা ব্রিকসকে ৩ লক্ষ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সদর উপজেলার মেসার্স এআরসি ব্রিকসকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নূর আলম জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ৪টি ইটভাটাকে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও একটিকে ভেঙ্গে দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রুহুল আমিন, মোহাম্মদ শামসুর রহমান, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
















