DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে শিক্ষার্থীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

Astha Desk
অক্টোবর ৬, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মানিকছড়িতে শিক্ষার্থীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে স্কুল ছাত্র জাহিদুল ইসলাম আশিক (১৪) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও এঘনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আশিকের খালা রিতা আকতার পান্না, ছাত্র নেতা সাইফুল ইসলাম রহিম, স্কুল ছাত্রী শান্তা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।

এসময় স্কুলছাত্র আশিকের উপর হামলাকারীদের দ্রুত আটকেরের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ভুমি সংক্রান্ত বিরোধের স্কুলছাত্র আশিকসহ তার পরিবারের ৫ সদস্যকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে স্থানীয় সন্ত্রাসী আবুল কাশেম ও শান্ত। চমেকের আইসিইউ’তে চিকিৎসকধীন রয়েছে গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্র মোঃ জাহিদুল ইসলাম আশিক।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, এর আগে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার মনাইয়ার দোকান এলাকায় ভুমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্কুলছাত্র আশিকসহ আর পরিবারের আরও ৫ সদস্যকে স্থানীয় যুবক আবুল কাশেম কর্তৃক ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এঘটনায় মোঃ আবুল কাশেম ও শান্তসহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে মানিকছড়ি থানায় একটি মামলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]