DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মারা গেছেন গুলিতে আহত ভুবন চন্দ্র

Astha Desk
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মারা গেছেন গুলিতে আহত ভুবন চন্দ্র

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় প্রাইভেট কার থামিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনায় গুরুতর আহত অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল মারা গেছেন। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল এর শ্যালক তাপস বলেন, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ভুবন চন্দ্র শীলের মাথায় অপারেশন করে দুটি স্প্লিন্টার বের করা হয়। তবে জ্ঞান না ফেরায় তিনি লাইফ সাপোর্টেই ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। এরপর তাঁকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]