DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মার্কেটিং বিভাগের সভাপতি হলেন ড. মোঃ শামসুল আরেফিন

Astha Desk
নভেম্বর ১৫, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মার্কেটিং বিভাগের সভাপতি হলেন ড. মোঃ শামসুল আরেফিন

শাহাজান/বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামসুল আরেফিন।

আজ বুধবার (১৫ নভেম্বর) রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি প্রকাশিত হয়।

অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান আয়েশা আক্তার মাতৃত্বকালীন ছুটিতে থাকায় বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১১ (৮) ধারা মোতাবেক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আরেফিনকে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান আয়েশা আক্তারের স্থলাভিষিক্ত হবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। তার এ নিয়োগ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এ বিষয়ে ড. শামসুল আরেফিন বলেন, আমাকে এই দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব পালনে সবার সহায়তা কামনা করছি। আমি আমার দ্বায়িত্ব সফলতার সাথে পালন করবো,ইনশাআল্লাহ।

ড.মোঃ শামসুল আরেফিন কে সভাপতি হিসাবে পাওয়ায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]