মালয়েশিয়ায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি ও পণ্য বর্জন
আন্তর্জাতিক ডেস্কঃ
গত ২৭ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যাকায় অবিরাম নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশের জন্য দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি এবং পণ্য বর্জনের ডাক দিয়েছে মালয়েশিয়া।
শুধু সম্পর্কযুক্ত নয়, যারা এবং যেসব অন্য দেশের কোম্পানিও দখলদার ইসরায়েলের প্রতি সমর্থন দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তালিকা প্রকাশ করা হচ্ছে। শুক্রবার (৩ নভেম্বর) এ খবর দিয়েছে অনলাইন দ্য স্ট্রেইটস টাইমস।
জানা গেছে, এমন কোম্পানির মধ্যে আছে আমেরিকান খাদ্য বিষয়ক ফ্রাঞ্চাইজি। কিন্তু ম্যাকডোনাল্ডস মালয়েশিয়ায় ফাস্ট-ফুড ফ্রাঞ্চাইজের কিছু কর্মী বলেছেন, এই বর্জনের ফলে তাদের জীবনজীবিকা ক্ষতিগ্রস্ত হবে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ানদের মধ্যে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্দশায় গভীর সমবেদনা আছে। ফিলিস্তিনপন্থি বড় র্যালি করেছেন মালয়েশিয়ানরা। তার সঙ্গে যুক্ত হয়েছে দখলদার ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৯ গাজার মানুষ নিহত হওয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কঠোর সমালোচনা। এতে যারা যুদ্ধবিরতি চান এবং ফিলিস্তিনিদের সহায়তা করতে চান তাদের মধ্যে আশা জেগে উঠেছে।
প্রতিবাদ বিক্ষোভের চেয়ে আরও বেশি কিছু করা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রেটিসহ সাধারণ মালয়েশিয়ানরা দাবি জানাচ্ছেন। গত সপ্তাহ সরকার প্যালেস্টাইন সলিডারিটি উইক হিসেবে পালন করেছে মালয়েশিয়া।