মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকে হত্যার হুমকি
আস্থা ডেস্কঃ
মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে কে বা কারা আবার মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে অভিযোগ জানাতে আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান তিনি।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এসে হিরো আলম সাংবাদিকদের জানান, তিনি ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করতে এসেছেন।
এ বিষয়ে হিরো আলম গনমাধ্যমেঅভিযোগ করেন, গত সোমবার আবারও মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয় আমাকে। সঙ্গে ৭ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তবে এ বিষয়ে হাতিরঝিল থানায় বার বার অভিযোগ করা হলেও কোনো সমাধান না পেয়ে ডিবি প্রধানের কাছে এসেছি।
এর আগে মঙ্গলবার ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। সেখানে তাকে বলতে শোনা যায়, সোমবার রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে চাঁদা দাবি করা হয়েছে তার কাছে।