জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাটিচাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হাঁসাড়া কালীখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আফজাল শেখের বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আফজাল শেখকে তাদের হেফাজতে নেয়।স্থানীয়রা জানান, গত বছরও আফজাল শেখ রাস্তা খুঁড়ে ঝুঁকিপূর্ণভাবে কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দিয়ে প্রতিহত করে।
নিহত শচীন মণ্ডল শ্রীনগরের বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দিলীপ মণ্ডলের ছেলে। রুবেল মধ্য হাঁসাড়ার রেজাউল মাঝির ছেলে।শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার ও বাড়ির মালিককে আটক করেছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

















