মেক্সিকো উপকূলে আঘাত হেনেছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় গ্রেস। এতে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অনেকে।
শনিবার দেশটির পূর্ব উপকূলে ঘণ্টায় ২০০ কিলোমিটার বাতাসের গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এতে দেশটির ভেরাক্রুজ রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে সেখানে বন্যা দেখা দিয়েছে, এছাড় ঝড়ো বাতাসের কারণে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও।
ভেরাক্রুজের গভর্নর কুইটলুহাক গার্সিয়া বলেন, শিশুসহ কমপক্ষে আটজন মারা গেছেন, এদের ছয়জনই এক পরিবারের সদস্য। এছাড়া তিনজন নিখোঁজ রয়েছেন। ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩ লাখ ৩০ হাজার মানুষ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপড়ে গেছে অসংখ্য গাছ। রাজ্যটির রাজধানী জালপার রাস্তাগুলো নদী হয়ে গেছে। তবে আঘাত হানার পর পরই ঘূর্ণিঝড়টি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়ে দুর্বল হয়ে যায়।
এদিকে বিভিন্ন এলাকায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার ফলে ভূমিধসের শঙ্কার কথা জনিয়েছে ঘূর্ণিঝড় সেন্টার। ভেরাক্রুজ, পুয়েবলা, টাক্সালা, হিডালগো, নরদার্ন কুয়েরেত্রো এবং পূর্বাঞ্চলীয় স্যান পোতোসি এলাকাগুলো সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসের হুমকিতে থাকতে পারে। এসব এলাকায় আগামী দিনগুলোতে ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে।
উল্লেখিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি থাকবে জানিয়ে ভেরাক্রুজের গভর্নর কুইতলাহুক গার্সিয়া জিমেনজি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছি।