DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেল স্টেশনে আনসারের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

Astha Desk
আগস্ট ৩০, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মেট্রোরেল স্টেশনে আনসারের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

 

আস্থা ডেস্কঃ

মেট্রোরেলের শেওড়াপাড়া স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শেওড়াপাড়া স্টেশনের প্লাটফর্মে এই ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন, আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আকতারুজ্জামান ও সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ।

জানা গেছে, মেট্রোরেলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে মঙ্গলবার দুপুরে শেওড়াপাড়া স্টেশনে যান ভুক্তভোগী দুই সাংবাদিক। এ সময় তাদের দিকে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন আনসার সদস্য আছলাম সরদার। তিনি সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে স্টেশনের লিফটের ভেতরে ঢুকিয়ে দেন।

এ সময় স্টেশনে দায়িত্বরত এক কর্মকর্তা ওই আনসার সদস্যকে থামান। ওই কর্মকর্তা বলেন বলেন, এই আনসারের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

ভুক্তগোগী সমকালের রিপোর্টার মামুন সোহাগ বলেন, মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়াতে অনেক যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেক টেলিভিশন পত্রিকায় রিপোর্টও হয়েছে। সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গিয়েছিলাম। ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য বুম কেড়ে নেয়। মুহুর্তেই ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলে উপরে যেতে হবে, বসেরা কথা বলবে। শুধু আমাকেই না, আমাদের সময়ের রিপোর্টার আকতারুজ্জামানের কাধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন। যা বলি তাই হবে।

আনসার সদস্যের হাতে হামলার শিকার সাংবাদিক আকতারুজ্জামান বলেন, মেট্রোরেল স্টেশনে পাবলিক টয়লেট ব্যবহার করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল কয়েক দিন ধরে। বিষয়টি নিয়ে সরেজমিন ভিডিও প্রতিবেদন করতে গিয়েছিলাম। মেট্রোরেলের পাবলিক টয়লেট ব্যবহার করা দু একজনের বক্তব্য জানার চেষ্টা করছিলাম। হঠাৎ একজন এসে ধাক্কা দিয়ে বলে কীসের ভিডিও করছেন। তাকিয়ে দেখলাম আনসার সদস্য। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাদের ওপর হামলা চালান তিনি।

আরো পড়ুন :  মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি : নিরাপত্তা উপদেষ্টা

এ বিষয়ে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলার মোঃ মহসিন বলেন, সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে ওই আনসার ভুল করেছে। এই বিষয়ে তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮