DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের যাত্রাবাহি বাস উল্টে ৭জন আহত

DoinikAstha
জানুয়ারি ১৪, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর তেরাইল-জােড়পুকুরিয়া ডিগ্রী কলেজের সামনে একটি যাত্রীবাহি বাস উল্টে হেলপারসহ ৭জন যাত্রি আহত হয়েছেন।

আহতরা হলেন-দূর্ঘটনা কবলিত জে আর পরিবহনের হেলপার মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আসলাম উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), আমঝুপি গ্রামের রায়হান উদ্দীনের ছেলে ইয়ারত হােসেন (৩৫), বাস (পরিবহন)-এর যাত্রি গাংনী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর সাত্তারের ছেলে আব্দুস সালাম (৪২), মৃত লিহাজ উদ্দীনের ছেলে রেজাউল হক (৪৫),পশ্চিম মালসাদহ গ্রামের মহাসিন আলীর ছেলে মাহাবুব আলম (৩০), গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও নওদাপাড়া গ্রামের মিঠুন আলীর ছেলে শান্ত মিয়া (২৪)।

আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।বৃহস্পতিবার ভাের ৫টার সময় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল-জােড়পুকুরিয়া ডিগ্রী কলেজের সামনে বালু ভর্তি একটি ট্রাক রাখা ছিল। ভোর আনুমানিক ৬ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার (যাত্রীবাহি বাস) জে আর পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় জে আর রাস্তার পাশেই খাঁদে পড়লে,হেলপারসহ ৭ জন যাত্রি আহত হয়।

এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ও বামন্দী ফায়ার সার্ভিসের দু’টিদল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভােররাতে কুয়াশার কারণে জে আর পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারালে,এ দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,দূর্ঘটনায় আহতদের পুলিশের একটিদল খােঁজ খবর নিয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০