শিরোনাম:
মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় আহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে মেহেরপুর থেকে খুলনা যাওয়ার পথে রাজনগর গ্রামে সড়ক দুর্ঘটনায় তামান্না নামের এক নারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে খুলনাগামী সবজি বোঝায় পিকআপের সামনের চাকা পাংচার হয়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে বাঁচাতে যেয়ে পিকআপের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা তামান্না নামের এক নারী আহত হন। স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে তামান্নাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত তামান্না মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের গোরের মেয়ে।


















