মোংলায় ব্রাকের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান ও মানববন্ধন
আলী আজীম/মোংলা প্রতিনিধিঃ
“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এ প্রতিপাদ্য সামনে নিয়ে ব্রাক সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আজ শনিবার ( ৯ ডিসেম্বর) সকালে বাগেরহাট জেলার মোংলা উপজেলার শরণখোলা ব্রাকের উদ্যোগে সারাদেশের ন্যায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে শরণখোলা উপজেলা চত্বরে ও শরণখোলা ব্রাক অফিসের সামনে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী আওতায় মানববন্ধন পালন ও জন সচেতনামুলক লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও ব্রাক সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় বিভিন্ন সময় সপ্ন সারথী দলের সেশনে মানববন্ধন, ওয়াচ কমিটির সভায় মানববন্ধন ও অভিভাবক সভায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী আওতায় জেলা পর্যায়ে লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে বুধবার (৬ডিসেম্বর) দিনব্যাপী প্রত্যেক উপজেলায় ব্রাক কর্মীদের জন্য অনলাইন ভিত্তিক ও সরাসরি আইনি পরামর্শ দেয়া হয়। আইনি পরামর্শ দেন বাগেরহাট জজকোর্টের এ্যাডভোকেট তামান্না রহমান শশী।
মানববন্ধনে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই সহ ব্রাক শরণখোলা শাখার সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাল্য বিবাহও এক ধরনের নারী নির্যাতন। ১৮ বছরের নিচে কোনো শিশুর বিবাহ বরদাশত করা হবে না। এই বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। নতুন আইন অনুযায়ী বাল্য বিবাহের সাজা ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্ম-পরিকল্পনার (২০১৮-২০৩০) মোড়ক উন্মোচন করা হয়েছে। এই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ব্রাকের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধে (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) পর্যন্ত ১৬ দিনব্যাপী প্রচারাভিযান চলছে।