DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মোখা নিয়ে সংবাদ করায় ফটোসাংবাদিকের ২০ বছরের জেল

Astha Desk
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোখা নিয়ে সংবাদ করায় ফটোসাংবাদিকের ২০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্কঃ

মিয়ানমারের সাই জ্য থাই নামের এক ফটোসাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বুধবার তাকে এই দণ্ডাদেশ দেয়া হয়। এরমধ্যমে ২০২১ সালের অভ্যুত্থানের পর দেশটিতে প্রথম কোনও গণমাধ্যমকর্মী এত দীর্ঘমেয়াদী সাজা পেলেন। তিনি মিয়ানমার নাউ সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে তাকে চারটি ভিন্ন আইনের অধীনে আইনি পদক্ষেপের মুখোমুখি করা হয়, যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং মিয়ানমার দণ্ডবিধির ৫০৫-এ ধারা অন্তর্ভুক্ত ছিল।

মিয়ানমার নাওয়ে ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন সাই জ্য থাই। সংবাদমাধ্যমটি এক বিবৃতিতে বলেছে, সামরিক পরিষদ সাই জ্য থাইকে ইনসিন কারাগারের ভেতর পরিচালিত আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই সাজা দিয়েছে। এ বিষয়ে জানতে মিয়ানমারের সামরিক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও কোনও সাড়া পায়নি।

মুক্ত সাংবাদিকতার পক্ষে কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর এক প্রতিবেদন জানা গেছে, বিশ্বজুড়ে সাংবাদিকদের কারাদণ্ড দেয়ার ক্ষেত্রে ২০২২ সালে তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমার। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন ও ইরান।

প্রসঙ্গত, গত মে মাসের শেষের দিকে রাখাইনে ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি নিয়ে খবর প্রকাশ করেছিলেন সাই জ্য থাই। সে সময় তাকে আটক করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্ট নয়। সূত্র-ডয়চে ভেলে। ডিটেইন্ড জার্নালিস্ট গ্রুপের তথ্য অনুসারে, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেড় শতাধিক সাংবাদিক আটক ও চারজন নিহত হয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১