মৌলভীবাজারে ঠিকাদারকে হত্যার অভিযোগে আটক-২
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে মজুরি বকেয়া রাখায় ঠিকাদার মোঃ সিরাজুল ইসলাম সিরাজ (২৮)কে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, রাজনগর উপজেলার শ্যামেরকোনা গ্রামের আব্দুল্লাহর ছেলে আব্দুল মুমিন (২৩) ও মানিক মিয়ার ছেলে জাহির মিয়া (২১)।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে ওসি বলেন, ঠিকাদারি কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিক মুমিন, জাহিরসহ আরও ৩ থেকে ৪ জনের সঙ্গে মজুরি নিয়ে কথা কাটাকাটি হয়। এর সূত্রধরে শ্রমিক আব্দুল মুমিন ও জাহির মিয়াসহ অজ্ঞাতরা মিলে সিরাজুল ইসলামকে হত্যা করে। শুক্রবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রাম থেকে ঠিকাদার সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পরে সিরাজুল ইসলামের ছোট ভাই নুরুল ইসলাম হত্যার ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। পরে আসামিদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, লোহার রড, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।