DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ম্যারাডোনার সম্পত্তি নিয়ে ছেলেমেয়ে, সাবেক স্ত্রী ও বান্ধবীর ঝগড়া

News Editor
ডিসেম্বর ১১, ২০২০ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ম্যারাডোনার সম্পত্তি নিয়ে ছেলেমেয়ে, সাবেক স্ত্রী ও বান্ধবীর ঝগড়া । বিশ্বের কোটি কোটি ক্রীড়াপ্রেমীকে কাঁদিয়ে গত ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। পরপারে থেকেও শান্তিতে নেই আর্জেন্টাইন এই কিংবদন্তি। তার রেখে যাওয়া ১ থেকে ৪ কোটি ডলার পরিমাণ সম্পত্তির মালিকানা নিয়ে ছেলেমেয়ে, সাবেক স্ত্রী ও বান্ধবীর মধ্যে শুরু হয়েছে ঝগড়া। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। দাবি উঠেছে, প্রমাণ সংগ্রহের জন্য দরকার হলে ম্যারাডোনার কবর খোঁড়ার। 

জীবিত থাকা অবস্থায় ম্যারাডোনা যাদের সন্তান হিসেবে স্বীকৃতি দেননি এমন অনেকেই এখন নিজেকে ম্যারাডোনার সন্তান দাবি করছেন। তাদের মামলা আদালতে উঠলে ডিএনএ পরীক্ষার জন্য ম্যারাডোনাকে কবর থেকে উঠানো হতে পারে। 

গত কয়েক বছর ধরে ম্যারাডোনার আইনজীবী হিসেবে কাজ করা মরিসিও দালেসান্দ্রো বলেছেন, জানি না কারা কারা সম্পত্তির ভাগ চাইবেন, কিন্তু তালিকাটা লম্বা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে যারা নিজেদের ম্যারাডোনার সন্তান দাবি করেন তাদের দ্রুত আদালতের দ্বারস্থ হতে হবে। 

ম্যারাডোনার সঠিক সম্পত্তির পরিমাণ জানা যায়নি। তবে ফোর্বস ম্যাগাজিন সূত্রে জানা যায়, সাবেক এই কিংবদন্তির সম্প্রতির পরিমাণ ১ থেকে ৪ কোটি ডলার হতে পারে। তার মধ্যে রয়েছে জমি, বাড়ি, বিলাসবহুল গাড়ি ও গহনা।

ম্যারাডোনার সম্পত্তির অংশীদারিত্বের দাবি জানাতে পারেন তার স্বীকৃত পাঁচ সন্তান। এদের চারজন আর্জেন্টিনায়, একজন ইতালিতে থাকেন। এছাড়া ছয়জন নিজেদের ম্যারাডোনার সন্তান বলে দাবি করেছেন।

তবে ম্যারাডোনা জীবিত থাকা অবস্থায় বলেছিলেন জিয়ানিনা (৩১) এবং দলমা (৩৩) ছাড়া তার আর কোনো সম্তান নেই। এই দুজনই ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফেনের সন্তান।

আরো পড়ুন

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা

‘নতুন পেলে’ হওয়ার কথা ছিল যার সে হল ধর্ষক

কে বলে ফুটবলে দর্শক হয় না?বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকের ঢল

নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

নেইমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা

ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ভক্তদের সুখবর

রোনালদোর সময়টা ভালো যাচ্ছে না

ব্রাজিল দলে চোট পাওয়া নেইমার, সমালোচনায় পিএসজি

আরো পড়ুন

কে বলে ফুটবলে দর্শক হয় না?বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকের ঢল

নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

নেইমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা

ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ভক্তদের সুখবর

রোনালদোর সময়টা ভালো যাচ্ছে না

ব্রাজিল দলে চোট পাওয়া নেইমার, সমালোচনায় পিএসজি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮