শিরোনাম:
ময়মনসিংহের ট্রাকচাপায় ঝরল তিন শ্রমিকের প্রাণ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই ধান কাটার শ্রমিক বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর গুজিরকোনা এলাকার অটোরিকশাচালক শহীদ মিয়া, একই উপজেলার রামনগর এলাকার খলিল এবং একই উপজেলার আলমপুর বালুচর এলাকার মাসুম মিয়া।
[irp]
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, অটোরিকশাটি যাত্রী নিয়ে দুর্গাপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকচাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুইজন মারা যায়। যাত্রীরা ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
















