DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যশোর-বেনাপোল মহাসড়কের মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

Ellias Hossain
এপ্রিল ১, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর-বেনাপোল মহাসড়কের মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

 

মোঃ ওসমান গনি/বেনাপোল প্রতিনিধিঃ

 

যশোর-বেনাপোল মহাসড়কের দু-পাশে মানুষের জান ও মালের জন্য হুমকিস্বরূপ মৃত প্রায় সকল গাছ অপসারণের দাবিতে নাগরিক অধিকার আন্দোলন যশোর এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
যশোর প্রেসক্লাবের সামনে আজ শনিবার সকাল ১১টায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভারত যৌথ বানিজ্য কমিটির পরিচালক এবং সারথী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মতিয়ার রহমান।

 

মানববন্ধনে বক্তারা বাংলাদেশের সর্ব বৃহৎ স্থলবন্দর বেনাপোলের সাথে সংযোগকারী, প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে অংশ যশোর- বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্হিত ২০০ বছরের পুরনো, জরাজীর্ণ এবং মৃত প্রায় সকল গাছ অপসারণ করে সড়কটি ৬লেনে উন্নীত করতে হবে। পদ্মা সেতুর পুর্নাঙ্গ সুফল পেতে হলে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রাস্তা ৬ লেন করার কোনো বিকল্প নেই।

 

নাগরিক অধিকার আন্দোলনের কার্যকরী কমিটির সদস্য আহসানউল্লাহ ময়নার সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা, যশোর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, যশোর হ্যাচারী মালিক সমিতির সেক্রেটারি জাহিদ গোলদার, নাগরিক অধিকার আন্দোলন যশোর এর সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন বাবু, ডাক্তার আব্দুল্লাহ, রাঙা প্রভাত সংগঠনের উপদেষ্টা শরিফ মাসুদ হিমেল প্রমুখ।

 

এছাড়াও উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ বোরহানুস সুলতান, সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা হাজী সেলিম, মেরিন ইঞ্জিনিয়ার নাজমুল আরেফিন, মহিলা কাউন্সিলর তসলিমা ইসলাম লিপা, যশোর শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক, শাহিন আলম, সেবা সংগঠন এর সাংগঠনিক সম্পাদক এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নারী নেত্রী শিমু চৌধুরী, সেবার সদস্য শাহাবুদ্দিন, মাসুম, সোহেল, রায়হান, আব্দুল জব্বার, সাদ্দাম হোসেন, আসাদুল সহ যশোরের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬