যশোরে বিজিবির অভিযানে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক
এম এইচ ইলিয়াছঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৪.৪৫০ কেজি ওজনের ১২৪টি স্বর্ণের বারসহ মোঃ শাহ আলম (৩৫) নামের ১জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। সে যশোর জেলার চৌগাছা থানা এলাকার কাবিলপুর গ্রামের আব্দুর রহিম এর ছেলে।
আজ শুক্রবার (২০ মে ২০২২) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ শাহজাদপুর বিওপি’র টহলদল যশোরের চৌগাছা সীমান্ত হতে ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৪.৪৫০ কেজি ওজনের ১২৪ টি স্বর্ণের বারসহ ১ জন স্বর্ণ পাচারকারীকে আটক করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৮টায় ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে শাহজাদপুুর বিওপি’র টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে যশোরের চৌগাছা সীমান্তের মেইন পিলার ৩৮/৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তার উপর কৃষকের বেশে সন্দেহভাজন একজন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে আনিত পাচারকারীর কোমরের পিছনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৪.৪৫০ কেজি ওজনের ১২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা (দশ কোটি এগার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
তিনি আরো বলেন, এসময় ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনও জব্দ করা হয় যার মূল্য ১ লাখ ১ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের সর্বমোট সিজারমূল্য ১০ কোটি ১২ লক্ষ একান্ন হাজার) টাকা।
আটককৃত ব্যক্তির স্বীকারোক্তিতে জানাযায়, স্বর্ণের বারগুলি ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। আটককৃত স্বর্ণের বার এবং আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।