DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যশোরের নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

DoinikAstha
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ৪:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

যশোরের মণিরামপুর উপজেলায় ঝাঁপা বাঁওড়ে নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষার্থীর আল ফারাহ শোয়েবের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শোয়েব যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। যশোরের পুরাতন কসবা এলাকার শাহিন হোসেনের ছেলে।শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঝাপা বাওড় থেকে ৩ ঘণ্টা অনুসন্ধান চালিয়ে শোয়েবের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ  আব্দুল আজিজ বলেন, “ছাত্রটি নৌকা থেকে যেখানে লাফিয়ে পড়েছিল সেখান থেকে ১০০ হাত উত্তর-পূর্বপাশে তার মরদেহ পাওয়া গেছে। আমরা মরদেহটি হাসপাতালে পৌঁছে দিয়েছি। সেখানে থানা পুলিশ মরদেহটি গ্রহণ করেছে।“

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “কিছু প্রক্রিয়া শেষে শোয়েবের মরদেহ তার স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।“

তিনি আরো জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে যশোরের একটি কোচিং সেন্টার থেকে ১৮ জন কলেজ শিক্ষার্থী রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন। বিকেলে তারা সবাই ঝাপা বাওড়ে ভাসমান সেতুর তীর হতে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন।

নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে শোয়েব, তন্ময় ও রিফাত তিনবন্ধু নৌকা থেকে এক এক করে পানিতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে তন্ময় ও রিফাত তীরে উঠে আসলেও নিখোঁজ হন শোয়েব।

খবর পেয়ে ওই দিন দুপুর থেকে শোয়েবকে উদ্ধারে স্থানীয়দের সঙ্গে পানিতে নামেন মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা। বিকেল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার কাজ চললেও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে নৌকা থেকে লাফিয়ে পড়া তিনবন্ধুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে করতে জামা খোলেন শোয়েব, তন্ময় ও রিফাত। পরে হাসতে হাসতে তারা একে একে পানিতে ঝাঁপ দেন।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০