DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শায় ৫ লক্ষ ইউএস ডলারসহ আটক-২

News Editor
ডিসেম্বর ২০, ২০২০ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শায় ৫ লক্ষ ইউএস ডলারসহ আটক-২

যশোর প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে পাঁচ লক্ষ ইউএস ডলারসহ ২ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ডলারের মূল্য বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। যার রেজিষ্ট্রেশন নং টয়োটা ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯।
রবিবার (২০ ডিসেম্বর) যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুড়িয়া গ্রামের রশিদ ব্যাপারির ছেলে হৃদয় মিয়া (২০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম উলাশীর রাস্তায় অবস্থান নেয়। তারা ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করে। প্রতিটি বান্ডিলে ১০ হাজার করে মোট ৫ লক্ষ ইউএস ডলার ছিল। যার দেশীয় মুদ্রায় মূল্য চার কোটি ২৩ লাখ ২০ হাজার। এ সময় হৃদয় মিয়া ও আশরাফুল ইসলাম নামে দুই জনকে আটক করা হয়।

আরও পড়ুন ঃযশোরের শার্শায় ৩০ কেজি গাঁজাসহ ১ যুবক আটক

তিনি আরও জানান, আটকৃকতরা জানিয়েছে তারা হুন্ডি ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার বিকালে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮