DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৪ ঘণ্টা বন্দুকধারীর তাণ্ডব দেখলো শিকাগো, নিহত ৪

DoinikAstha
জানুয়ারি ১১, ২০২১ ৭:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের শিকাগোতে টানা চার ঘণ্টা ধরে শহরের দুই এলাকায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন অন্তত তিনজন ও গুরুতর আহত হয়েছেন আরো চারজন। এ ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকধারীর।

স্থানীয় সময় শনিবার দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্তে তাণ্ডব শুরু করে ওই বন্দুকধারী। আচমকাই শহরের একাধিক এলাকায় গুলি চালায় সে। বিভিন্ন বয়স, পেশার মানুষজনকে আক্রমণ করে। হামলাকারীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ।

প্রথমে শিকাগো বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় চালায় ওই বন্দুকধারী। তার ছোড়া গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়।

এক সংবাদ সম্মেলনে শিকাগো পুলিশ জানিয়েছে, পার্কিং লটে নিজের গাড়িতে বসেছিলেন ওই ছাত্র। তাকে লক্ষ্য করে গুলি চালায় ওই বন্দুকধারী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ওই হামলাকারী। সেখানকার নিরাপত্তারক্ষীকে জখম করে এবং এক বৃদ্ধাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার ঘাড়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে আনার পর নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়।

পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির গাড়ি চুরি করে চম্পট দেয় হামলাকারী। তখনও থামেনি তার হত্যাযজ্ঞ। পরে এক রেস্তোরাঁর কর্মীকে নিশানা করে গুলি ছোড়ে।

এদিকে একের পর এক হামলার খবর পেয়ে সতর্ক হয়ে যায় শিকাগো পুলিশ। চুরি করা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে সে। এক পর্যায়ে পৌঁছে যায় শিকাগো সীমান্তে। শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, নিহত বন্দুকধারীর নাম নাইটেঙ্গেল। সে কেন হামলা চালিয়েছে সেই কারণ এখনও জানা যায়নি। এরই মধ্যে হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০